সরিষাবাড়ী উপজেলা প্রাচীনতম নারী শিক্ষাকেন্দ্র সারিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে। লক্ষ্য এই যে, শিক্ষার্থীরা যাতে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ লাভ করে। শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার ও উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি, রেজিষ্ট্রেশন, ফরম ফিলাপ এবং পরীক্ষার ফলাফল এসব অনলাইনে সম্পন্ন হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির বর্তমান ধারার সাথে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে যুগোপযোগী,
অসাম্প্রদায়িক ও বিজ্ঞান ভিত্তিক একটি শিক্ষানীতি জাতিকে উপহার দিয়েছেন। শিক্ষার প্রসার
ও মান উন্নয়নের শিক্ষা মন্ত্রনালয় প্রচেষ্টা
চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সফলতা ঈর্ষণীয়।
অত্র প্রতিষ্ঠানটির অবকাঠামো নান্দনিক। প্রতিষ্ঠানে বিগত শিক্ষাবর্ষের সকল পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। সহশিক্ষা কার্যক্রমে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যথেষ্ট কৃতিত্ব অর্জন করে আসছে। সার্বিক বিচারে জামালপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভূক্ত ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির খ্যাতি ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি।

Post a Comment
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.